হোম > সারা দেশ > সিলেট

বিমানে আবারও স্বর্ণের চালান

আজকের পত্রিকা ডেস্ক­

সিটের নিচে পাওয়া সোনা। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।

আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।

কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু