হোম > সারা দেশ > সিলেট

বিমানে আবারও স্বর্ণের চালান

আজকের পত্রিকা ডেস্ক­

সিটের নিচে পাওয়া সোনা। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।

আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।

কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা