সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মো. সজিব আলী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চানপুর-মল্লিকপুর সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর নিচের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত সজিব আলীর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।