হোম > সারা দেশ > সিলেট

সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষ: নিহত বেড়ে ৫ 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে লেগুনা ও পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), নন্ত পাত্রের স্ত্রী সাবতি পাত্র (৩৫), কৃষ্ণ পাত্রের স্ত্রী সৃষ্টিতা পাত্র (৩৫), শুভেন্দ্র পাত্রের ৮ মাসের মেয়ে ঋতু পাত্র, পুষ্পা পাত্রের ৮ মাসের মেয়ে শুভশ্রী। 

আহতেরা হলেন—নিপেন্দ্র পাত্রের ছেলে শ্যামলাল পাত্র (৫৫), সুভেন্দ্র পাত্রের স্ত্রী প্রনতি পাত্র। 

স্থানীয়রা জানান, পুশ পাত্রের পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা স্থলে হরিপুর অভিমুখে গরু বোঝাই পিকআপের সঙ্গে উপজেলার চিকনাগুল থেকে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ২ জন, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স একজন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন নিহত হন, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। 

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

দুর্ঘটনার পর থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব