হোম > সারা দেশ > সুনামগঞ্জ

লাখ লাখ মানুষ তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা অভাব, দারিদ্র্য। লাখ লাখ মানুষ এখনো তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না। এখনো লক্ষ-কোটি মানুষের মাথার ওপরে ছাদ নাই, চাল নাই, ঢাকনা নাই। গ্রামের মা-বোনেরা খাওয়া পানি পায় না। পরিষ্কার পায়খানার ব্যবস্থা ব্যবস্থা নাই।

আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে দুমুঠো ভাত খাওয়ার জন্য। এটা সমাধানের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। আর আমাদের বলেছেন, তোমরা চেষ্টা কর। আমরা যাঁরা বিভিন্ন দায়িত্বে রয়েছি, সবাই সেই দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, একটি গোষ্ঠী বাইরের লোক নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা–স্যান্ডউইচ খেয়ে বলে; এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগবি গল্প মানুষ এখন আর বিশ্বাস করে না। নির্বাচনে আসুন, নির্বাচন করতে হবে, আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না। তাঁরা ভোটের মাধ্যমে উন্নয়নের জন্য এ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে চায়। 

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।

এর আগে পরিকল্পনামন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এ ছাড়া ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে নয় কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজ, ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসি কাজের উদ্বোধন করেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট