হোম > সারা দেশ > সুনামগঞ্জ

খোঁজ মিলেছে জার্মান নারীর হারিয়ে যাওয়া সেই পোষা বিড়ালের

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

হাওর ভ্রমণে এসে দেড় মাস পূর্বে জার্মান নারীর হারিয়ে যাওয়া সেই পোষা বিড়ালটিকে অবশেষে পাওয়া গিয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায় পড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন আটক করে। পরে রাতেই বিষয়টি তাহিরপুর থানায় অবগত করে। বর্তমানে বিড়ালটিকে খাঁচায় বন্দী করে রেখেছে স্থানীয় লোকজন। 

তাহিরপুর থানার উপপরিদর্শক (এস আই) গোলাম হাক্কানী বিড়ালটি খাঁচায় আছে নিশ্চিত করে বলেন, জার্মান নারীর সঙ্গে ভিডিও কলে বিড়ালকে খোঁজে পাওয়ার বিষয় নিয়ে স্থানীয়রা কথা বলবে। নিশ্চিত হওয়ার পর তাঁর কাছে হস্তান্তর করা হবে। 

স্থানীয় ছাত্রনেতা ধীমান চন্দ জানান, বিড়ালটি সন্ধান পাওয়ার পর তাকে আটক করতে গেলে একাধিক লোককে কামড় দিয়ে আহত করেছে বিড়ালটি। বর্তমানে পোষা বিড়ালটিকে তারা অত্যন্ত যত্নসহকারে রেখেছেন বলে নিশ্চিত করেন তিনি। 

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট খ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল তাঁর প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরের বিভিন্ন প্রান্তে ঘোরা শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজার সংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস। নিখোঁজ বিড়ালের খোঁজে দেড় মাস ধরেই তাহিরপুরে অবস্থান করেছিলেন এই ভিনদেশি নারী। সর্বশেষ বিড়ালকে খুঁজে না পাওয়ায় গতকাল রোববার নিজ দেশে যাওয়ার উদ্দেশ্য তাহিরপুর ছেড়ে ঢাকায় চলে যান ওই নারী। 

মাইকে ‘লিও’ ও জুলিয়ার কথোপকথনও প্রচার করা হয়েছে, যেন তা শুনে প্রিয় মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওয়ের সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়। 

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান