হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শান্তিগঞ্জে লাল মিয়া হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের চাঞ্চল্যকর লাল মিয়া হত্যা মামলার পলাতক ৭ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার ভোরে লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. ইকরামুল আহাদের যৌথ নেতৃত্বে র‍্যাব সুনামগঞ্জ ৯ এর একটি টিম সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-মাহমুদ আলী (৬০), আসকির আলী (৪৫), মহিবুর রহমান (৪২), সুরুজ আলী (৩৫), মাসুক মিয়া (৪৫), সেলিম আহমদ (৩২) ও ওয়াহিদ আলী (৪০)। গ্রেপ্তারদের শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর শহীদ মিয়া ও আবুল লেইছ পক্ষের মধ্যে বিরোধ হয়। পরদিন ১৭ অক্টোবর উভয় পক্ষ সালিস বৈঠকে বসে। সালিস বৈঠক চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নিহত হন আবুল লেইছ পক্ষের লাল মিয়া। এ ঘটনায় নিহতের স্ত্রী শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শান্তিগঞ্জ থানা-পুলিশের উপ পুলিশ পরিদর্শক মো. এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত