হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় ২ যুবক গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার গ্রেপ্তারকৃত দুজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এর আগের দিন বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর এলাকায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন—বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের হোসেন মিয়ার ছেলে মারুফ আহমদ (১৯) ও জগন্নাথপুর উপজেলার পইলবাগ গ্রামের আলা উদ্দিনের ছেলে শফির ‍উদ্দিন (১৯)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীকে স্থানীয় মিরপুর বাজারের বারকাত হোটেলের শ্রমিক মারুফ আহমদ বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই কিশোরীকে অভিযুক্তরা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। তখন ওই কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর ওই রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট