হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

হবিগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং বাইপাস সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় টিটন মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত টিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামের কদ্দুস মিয়ার ছেলে। তিনি প্রাণ-আরএফএলে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি টিটন মিয়াকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে টিটন মিয়া মারা যান।

ওসি এ টি এম মাহমুদুল হক জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আহত টিটন মিয়া মারা যান। এ ব্যাপারে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার