সিলেটের জৈন্তাপুরে আদালতের নির্দেশে বিস্ফোরক ধ্বংস করেছে সেনা সদস্য ও জৈন্তাপুর থানা-পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং বেলির হাওর এলাকায় এসব নষ্ট করা হয়।
জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম (মনতৈল) বহাইআলী টিলার ওপর থেকে গত ২৭ ডিসেম্বর র্যাব-৯ ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯টি বিস্ফোরক দ্রব্য (ডেডনেটর) এবং তিন কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল উদ্ধার করে। পরে জিডি মূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, র্যাবের হাতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেডনেটরগুলো আদালতের নির্দেশে সেনা-পুলিশ যৌথ উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।