হোম > সারা দেশ > হবিগঞ্জ

মহাসড়কে প্রাইভেট কারে আগুন: নাশকতার মামলা দায়ের পুলিশের

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

ঢাকা-সিলেট মহাসড়কে পুড়ে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কে নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গতকাল বুধবার গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিবন্ধনহীন পুরোনো প্রাইভেট কারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে প্রাইভেট কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা