হোম > সারা দেশ > সিলেট

মায়ের নিখোঁজের সংবাদে ১৪ ঘণ্টা সাইকেল চালিয়ে গ্রামে এল ছেলে

মায়ের নিখোঁজের সংবাদে লকডাউনের মধ্যে সাইকেল চালিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপাড় গ্রামের নিজ বাড়িতে এসেছেন সোহেল আহমেদ (২৮)।

গত শনিবার রাতে ঢাকা থেকে রওনা হন তিনি। ঢাকা থেকে ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে সোহেলের সময় লাগে ১৪ ঘণ্টা। গতকাল রোববার তিনি বাড়িতে এসে পৌঁছান।

জানা গেছে, গত বুধবার উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী হাজেরা বিবি ওরফে কুঠিল (৪৮) প্রতিবেশী রকিব মিয়ার বাড়িতে যান। পরদিন রকিব মিয়ার স্ত্রীকে চা বানানোর কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকেই আর হাজেরা বিবির সন্ধান পাওয়া যাচ্ছে না।

হাজেরা বিবির সন্ধান পেতে গত শুক্রবার বিকেলে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন বড় ভাই আসিদ আলি। সাধারণ ডায়েরি নং-১৩৬৮।

সোহেলের খালাতো ভাই সেলিম মিয়া জানান, প্রায় ২০-২৫ বছর আগেও একইভাবে তাঁর খালু সোহেলের বাবা মানিক মিয়াও নিখোঁজ হয়েছিলেন। যার সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গৃহবধূর সন্ধানে চেষ্টা চলছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট