হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে কমছে বন্যার পানি, চলছে বাঁধ মেরামতের কাজ

মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলা থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। স্বস্তি ফিরেছে পানিবন্দী মানুষের মাঝে। এদিকে মনু ও ধলাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মৌলভীবাজার পাউবো সূত্রে জানা গেছে, জেলায় সম্প্রতি বন্যায় ১৬টি স্থানে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় জেলার ৭টি উপজেলা। মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ১১টি ও ধলাই নদীর ৫টি ভাঙনের স্থান মেরামতের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সবগুলো বাঁধ মেরামতের কাজ শেষ হবে।

আজ সোমবার মনু নদ ও ধলাই নদী পাড়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল ৩ দিনে নদীর পানি কমেছে। একই সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে যার যার বাসস্থানে ফিরতে শুরু করেছেন। যাদের ঘর বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন ঘর মেরামতে।

কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ময়নুল মিয়া বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে এসেছি। আমার ঘরের বেড়া ভেঙে গেছে। ঘর মেরামত করে থাকার উপযোগী করা হচ্ছে।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘মনু ও ধলাই নদীর পানি কমায় আমরা ভাঙনের জায়গাগুলো মেরামতের কাজ শুরু করেছি। ইতিমধ্যে কয়েকটি স্থান মেরামত করা হয়েছে। সবগুলো বাঁধ মেরামতের করতে এক সপ্তাহ সময় লেগে যাবে।’

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত