হোম > সারা দেশ > সিলেট

সিলেটে টিলায় নিয়ে মানসিক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তার মোহাম্মদ রাকিব মিয়া ও ড্রাইভার আবদুল করিম। ছবি: আজকের পত্রিকা

সিলেটে টিলায় নিয়ে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার সড়ারগান এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান এলাকার মোহাম্মদ রাকিব মিয়া (২৫) ও ড্রাইভার আবদুল করিম (২৭)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁকে সব জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে রাবার বাগান থেকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ সার্ভিসে (ওসিসি) নিয়ে আসেন। সেখান থেকে বেলা আড়াইটার দিকে তাঁকে ওয়ার্ডে নেওয়া হয়।

ভুক্তভোগীর বাবা ও ছোট বোন বলেন, ‘চার দিন আগে রাতে সবাই ঘুমে থাকা অবস্থায় সে বাড়ি থেকে হারিয়ে যায়।

তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সে আমাদের কল দিয়ে বলে, “আমার রক্ত বের হচ্ছে। আমাকে নিয়ে যাও। আমি চা-পাতার বাগানে আছি।” পরে আমরা নির্দিষ্ট জায়গা না জানায় আর যেতে পারিনি। সন্ধ্যার দিকে পুলিশ আমাদের বাড়িতে যায়। আমাদের হাসপাতালে নিয়ে আসে। সে আমাদের জানিয়েছে দুই যুবক তাকে ধর্ষণ করে বাগানে ফেলে আসে রাতে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গতকাল রাতেই এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ