মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ রোববার সকালে কুলাউড়া-সিলেট রেললাইনের পরিনগর এলাকায় রেললাইনের ওপর লাশ দেখতে পেয়ে রেলওয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানারা বেগম জানান, কিছুদিন ধরে ওই যুবক কুলাউড়া পৌর এলাকার পরিনগর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরায় মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে অনেকেই। রোববার সকালে রেললাইনে কাটা পড়া তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খুবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি জাহানারা বেগম আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।