হবিগঞ্জের চুনারুঘাটে জিসান (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ পায়নি তার পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গতকাল শনিবার চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা মো. মকসুদ আলী।
সে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের দ্বিমাগুরউন্ডা গ্রামের মকছুদ আলীর ছেলে। একই গ্রামের খানকা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সে।
জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় জিসান। কিন্তু এরপর মাদ্রাসা থেকে সে আর ফিরে আসেনি। কোনো সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে চুনারুঘাট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ।