হোম > সারা দেশ > সিলেট

সিলেট সিটি করপোরেশন: কাউন্সিলর আফতাবের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিসিক নির্বাচনে ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার মামলায় আফতাবের জামিন নামঞ্জুর করেন আদালত। 

আজ সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের কাছে জামিন আবেদন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই নেতা। পরে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আফতাব হোসেন খানের আইনজীবী আব্দুর রহমান আফজল এ তথ্য নিশ্চিত করেন। আফতাব এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে এসে পুনরায় জামিনের আবেদন করেন। 

এদিকে ওই ঘটনার ৪৮ দিনেও মহড়ায় প্রদর্শিত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। আফতাব ছাড়াও এ মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন জানান, আসামিদের রিমান্ডে নিয়ে যেসব তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। তবে এখনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার