হোম > সারা দেশ > সিলেট

সিলেট সিটি করপোরেশন: কাউন্সিলর আফতাবের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিসিক নির্বাচনে ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার মামলায় আফতাবের জামিন নামঞ্জুর করেন আদালত। 

আজ সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের কাছে জামিন আবেদন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই নেতা। পরে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আফতাব হোসেন খানের আইনজীবী আব্দুর রহমান আফজল এ তথ্য নিশ্চিত করেন। আফতাব এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে এসে পুনরায় জামিনের আবেদন করেন। 

এদিকে ওই ঘটনার ৪৮ দিনেও মহড়ায় প্রদর্শিত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। আফতাব ছাড়াও এ মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন জানান, আসামিদের রিমান্ডে নিয়ে যেসব তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। তবে এখনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের