হোম > সারা দেশ > মৌলভীবাজার

চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষের জিডি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মজুরি বাড়ানোর দাবিতে চা-শ্রমিকদের চলমান কর্মবিরতিতে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার চা ও ২ কোটি টাকার রাবারের কষ নষ্ট হচ্ছে। এ অবস্থায় মৌলভীবাজারের পাঁচটি চা-বাগান কর্তৃপক্ষপাতা ও কষ নষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় জিডি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার।

ওসি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, ডিনস্টন, খেজুরী, আমরইলছড়া ও বালিশিরা চা-বাগানের সহকারী ব্যবস্থাপকেরা শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেছেন।’

জিডি থেকে জানা যায়, মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটের কারণে রাজঘাট চা-বাগানের ১ লাখ ৪৮ হাজার ৭৩৫ কেজি, ডিনস্টন চা কারখানায় ৯৯ হাজার ২৫০ কেজি, বালিশিরা চা কারখানায় ৫০ হাজার ২০৭ কেজি, আমরাইল চা কারখানায় ৫ হাজার ৬৮৩ কেজি কাঁচা চা-পাতা নষ্ট হয়ে গেছে। শ্রমিকেরা ধর্মঘট ডেকে কাজ বন্ধ রাখায় উত্তোলিত চা-পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। তাই এই কাঁচা পাতাগুলো কারখানায় থেকে নষ্ট হচ্ছে এবং এতে তাঁদের কোটি টাকার ওপরে ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে ‘ফিনলে টি’র সিইও এবং বাংলাদেশি চা সংসদের সদস্য তাহসিন আহমদ চৌধুরী জানান, কর্মবিরতির কারণে প্রতিদিন ১২ কোটি টাকার চা ও রাবারের ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তাদের কোম্পানির পাঁচটি বাগান থেকে ইতিমধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে, অন্যগুলো প্রক্রিয়াধীন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট