হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টায় উপজেলার নারায়নপুরের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবক কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে নুরুজ্জামিন (২৩)। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা নারায়নপুরের কুত্তাখালী খালে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেন। পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। 

নিহতের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের লিয়াকত, জুবেদ ও হৃদয় নামের তিনজন ব্যক্তি শনিবার রাত ৯টায় ঘর থেকে তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি তিনি।’ 

ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘নিহত যুবকের মাথা, মুখ ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুই হাত পেছন দিকে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ পানি ফেলে দেওয়া হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত