হোম > সারা দেশ > মৌলভীবাজার

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী। রোববার বিকেল পৌনে ৪টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইইনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুমিল্লার বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার ফখর উদ্দিন (২৫)। 

কুলাউড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার বিকেলে বুলবুল ও ফখর উদ্দিন অফিসের কাজে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজারের লোয়াইইনি চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বুলবুল ও ফখর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের ঠিকানা জোগাড় করে তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও সহযোগী পালিয়ে গেছে।’ 

নিহতদের পরিবারের সঙ্গে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট