হোম > সারা দেশ > মৌলভীবাজার

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী। রোববার বিকেল পৌনে ৪টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইইনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুমিল্লার বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার ফখর উদ্দিন (২৫)। 

কুলাউড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার বিকেলে বুলবুল ও ফখর উদ্দিন অফিসের কাজে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজারের লোয়াইইনি চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বুলবুল ও ফখর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের ঠিকানা জোগাড় করে তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও সহযোগী পালিয়ে গেছে।’ 

নিহতদের পরিবারের সঙ্গে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি। 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ