হোম > সারা দেশ > সিলেট

চুনারুঘাটে স্ত্রী-সন্তানকে হত্যার পর ‘আত্মহত্যা’

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি জানান, গাদিশাইল গ্রামের মো. সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে জানতে পারে তার বসতঘরে স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী ইয়াসিন মিয়া (১০) এর লাশ পড়ে রয়েছে। পরে লাশগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কোনো এক সময়ে সজ্জুল হক তাঁর স্ত্রী ও ছেলেকে হত্যা করে নিজেও ‘আত্মহত্যা’ করেছেন। সজ্জুল হকের আরও তিন সন্তান রয়েছে বলে স্থানীয় আহমদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ জানান। স্থানীয়দের ধারণা, দরিদ্র সজ্জুল হক স্ত্রী ও প্রতিবন্ধী ছেলে ইয়াছিন মিয়াকে নিয়ে সংসার চালাতে পারছিলেন না। এ জন্য স্ত্রী-ছেলেকে হত্যার পর হয়তো সজ্জুল হকও আত্মহত্যা করেছেন। 

ওসি রাশেদুল হক আরও জানান, মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ৩টি উদ্ধার করে চুনারুঘাট থানায় নেওয়া হচ্ছিল।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা