হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গাদিশাইল গ্রামের মো. সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে জানতে পারে তার বসতঘরে স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী ইয়াসিন মিয়া (১০) এর লাশ পড়ে রয়েছে। পরে লাশগুলো উদ্ধার করা হয়।
ওসি রাশেদুল হক আরও জানান, মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ৩টি উদ্ধার করে চুনারুঘাট থানায় নেওয়া হচ্ছিল।