হোম > সারা দেশ > সিলেট

চুনারুঘাটে স্ত্রী-সন্তানকে হত্যার পর ‘আত্মহত্যা’

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি জানান, গাদিশাইল গ্রামের মো. সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে জানতে পারে তার বসতঘরে স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী ইয়াসিন মিয়া (১০) এর লাশ পড়ে রয়েছে। পরে লাশগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কোনো এক সময়ে সজ্জুল হক তাঁর স্ত্রী ও ছেলেকে হত্যা করে নিজেও ‘আত্মহত্যা’ করেছেন। সজ্জুল হকের আরও তিন সন্তান রয়েছে বলে স্থানীয় আহমদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ জানান। স্থানীয়দের ধারণা, দরিদ্র সজ্জুল হক স্ত্রী ও প্রতিবন্ধী ছেলে ইয়াছিন মিয়াকে নিয়ে সংসার চালাতে পারছিলেন না। এ জন্য স্ত্রী-ছেলেকে হত্যার পর হয়তো সজ্জুল হকও আত্মহত্যা করেছেন। 

ওসি রাশেদুল হক আরও জানান, মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ৩টি উদ্ধার করে চুনারুঘাট থানায় নেওয়া হচ্ছিল।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট