হোম > সারা দেশ > সিলেট

মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদ মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় প্রথম খণ্ড গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহিন আহমেদ ফেরদৌস (৪০), ফারুক আহমেদ (৩০), একই গ্রামের হাজি রহমত আলীর ছেলে জবাবে আহমেদ (৩৫) ও ইকবাল আহমেদ (৪০)। অপরপক্ষের একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাবেক মেম্বার ফরিদ আহমেদ (৫৫) ও শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাদ জুমা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ–পরবর্তী মহল্লায় নতুন এক বাসিন্দাকে মহল্লায় ওঠানোর বিষয় নিয়ে দুপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসলে সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। আহত ব্যক্তিরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দুপক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। 

জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবুও সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ