হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরের জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় কর্মসংস্থান গড়ে তুলতে হবে: প্রিন্স

বিশেষ প্রতিবেদন, ঢাকা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘এমপিতন্ত্রের হাত থেকে মুক্তি, স্বচ্ছতা, জবাবদিহি, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দক্ষ ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারা দেশকে অগ্রসর করতে গ্রাম অভিমুখী উন্নয়ন কর্মসূচি ঢেলে সাজাতে হবে। যার কেন্দ্রবিন্দু হবে পরিবেশবান্ধব সামাজিক উন্নয়ন।’

আজ রোববার দুপুরে নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘হাওরের জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় কর্মসংস্থান গড়ে তুলতে হবে। যাদের উৎপাদিত খাদ্যে সমৃদ্ধ হয়ে আমরা উন্নয়নের গল্প হাজির করি, আজ তারা থাকছেন অবহেলিত। এই গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিদ্যুৎ সুবিধাসহ ভবিষ্যতের সর্বজনীন পেনশন নিশ্চিত করতে হবে।’

উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জয়কৃষ্ণ সরকার কলির সভাপতিত্বে ও যুব কমিউনিস্ট নেতা শাহজাহান কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, খেতমজুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অর্ণব সরকার, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মোহনগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য চয়ন কান্তি দাস, নান্টু সরকার প্রমুখ।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা