হোম > সারা দেশ > সিলেট

সিলটি ভাষাকে স্বীকৃতির দাবিতে জাতিসংঘে চিঠি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বিলুপ্তির পথে। এই ভাষাকে সর্বজনীন ও বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডন কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন।

একই আবেদনপত্র জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্রের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরও বেশি মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হলো সিলটি নাগরী লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে। সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী আবেদনপত্রে বলেন, ‘এই ভাষাটি অতি প্রাচীন। সুন্দর এই ভাষাকে সংরক্ষণ এবং বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি বাংলাদেশের সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত