হোম > সারা দেশ > সিলেট

সিলটি ভাষাকে স্বীকৃতির দাবিতে জাতিসংঘে চিঠি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বিলুপ্তির পথে। এই ভাষাকে সর্বজনীন ও বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডন কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন।

একই আবেদনপত্র জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্রের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরও বেশি মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হলো সিলটি নাগরী লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরী লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে। সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী আবেদনপত্রে বলেন, ‘এই ভাষাটি অতি প্রাচীন। সুন্দর এই ভাষাকে সংরক্ষণ এবং বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি বাংলাদেশের সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ