হোম > সারা দেশ > সিলেট

মার্কিন তরুণী সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, বিয়ানীবাজার (সিলেট)

মার্কিন নারী সেজে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমরান আহমদ (৩২) । কয়েক মাস প্রেম করার পর বিয়ে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন প্রায় পৌনে পাঁচ লাখ টাকা। হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভুক্তভোগী যুবকের সন্দেহ হলে গত শুক্রবার বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়, কথিত প্রেমিকা আসলে একজন পুরুষ। তিনি সিলেটের শেখঘাট এলাকায় বসবাস করেন। গতকাল বুধবার বিয়ানীবাজার থানা–পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়। সেদিনই সিলেট কোতোয়ালি থানা–পুলিশের সহযোগিতায় নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়া জমিদার বাড়ির বাসা থেকে তাঁকে রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়। নারী সেজে প্রতারণা করা যুবক ইমরান আহমদ নগরীর শেখঘাট এলাকার মৃত ইকবাল আহমদের ছেলে।

জিডি ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক ইমরান আহমদ মার্কিন তরুণী নাজহা আক্তার ছাভা নাম নিয়ে যুবক সুলতান আহমদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ফেসবুক থেকে পরিচয়ের পর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। নারী কণ্ঠের মাধুর্য দিয়ে সুলতান আহমদকে প্রেমের ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে নানা সময় টাকা নেন ইমরান আহমদ। সুলতানকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নেন ৪ লাখ ৬০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া সমপন্ন করতে এসব টাকা ব্যয় হচ্ছে বলে সুলতানকে জানান তিনি। গত ঈদুল আজহায় প্রতারক ইমরানের সঙ্গে আলাপে সন্দেহ হয় ভিকটিম সুলতান আহমদের। তিনি বিয়ানীবাজার থানায় জিডি করেন। 

বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) রুমেন বলেন, প্রতারক ইমরান আহমদের কণ্ঠ প্রাকৃতিকভাবে নারীর মতো। ফলে খুব সহজে সুলতানকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেন। আমরা তাঁর জিডি ও মোবাইল নম্বর ধরে প্রযুক্তির সহায়তায় তদন্তে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে সিলেট থেকে গ্রেপ্তার করেছি। প্রতারক ইমরানের স্ত্রী–সন্তান রয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা শিকার করেছেন। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার