মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। আয়োজনে কেক কেটে উদ্যাপন করেন বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় কর্মীরা।
আজ সোমবার বিকেলে কমলগঞ্জ সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা আজকের পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ড. আব্দুর নূর, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনিত রঞ্জন দেবনাথ, সাব্বির এলাহি, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, সাংবাদিক জয়নাল আবেদীন, আলমগীর হোসেন প্রমুখ।