হোম > সারা দেশ > সিলেট

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরের আব্দুল খালিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানবন্ধনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিক আহমদের বিরুদ্ধে দুর্নীতির অভিযাগ এনে দ্রুত অপসারণ দাবিও করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর সদরের পৌর পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ নিয়ে গত ১৪ ডিসেম্বর বিদ্যালয়ের দশম শ্রেণির ২৪ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য রুবেল মিয়া বলেন, ‘নারী ও অর্থ ক্যালেঙ্কারির অভিযোগে চাকুরি থেকে অপসারণ হওয়া প্রধান শিক্ষককে আবারও জালিয়াতি করে বহাল করায় আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। শিক্ষার্থীরাও যৌন হয়রানির অভিযোগে এনে আরেকটি অভিযোগ দিয়েছেন।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল আহমেদ বলেন, ‘প্রধান শিক্ষকের অনৈতিক কার্যক্রমের প্রতিবাদ করায় কয়েক জন শিক্ষককে জোর করে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকেও বিদ্যালয়ে না যেতে বলা হয়েছে।’ 

বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘প্রধান শিক্ষকের অনৈতিক কার্যক্রমের কারণে আমাদের পক্ষে বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা খুবই লজ্জিত। নিরুপায় হয়ে এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিই। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয় নি। তাই মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ নিয়ে মোবাইল ফোনে জানতে চাইলে প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। কয়েক জন শিক্ষক ও শিক্ষার্থী মিলে এসব মিথ্যাচার করছেন।’ 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষকের যৌন হয়রানির বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। ’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ