হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আরেক মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।

আজ সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে সাবেক এই মন্ত্রী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্নানের আইনজীবী খায়রুল কবির রুমেন। তিনি বলেন, ঘটনার সময় মান্নান ঢাকায় অবস্থান করছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি করেছেন। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে।

জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে ১৯ নভেম্বর মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করা হয়।

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার হন সাবেক এই পরিকল্পনামন্ত্রী। ওই সময় ২০ দিন জেলও খেটেছেন তিনি। ৯ অক্টোবর ওই মামলায় জামিনে মুক্তি পান।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা