সিলেটের বিশ্বনাথে বন্যাকবলিত ৮০টি অসহায় পরিবারের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী মো. শফিক উদ্দিনের পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার সকালে বিশ্বনাথ পৌর এলাকার হরিকলস গ্রামে মো. শফিক উদ্দিনের নিজ বাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্যতেল।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে হরিকলস গ্রামের মোশাহিদ আলী সভাপতিত্ব করেন। বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মদরিছ আলী, জমশেদ আলী, আসকির আলী, তোরাব আলী, আয়াছ আলী, জায়েদ মিয়া প্রমুখ।