হোম > সারা দেশ > সুনামগঞ্জ

কিশোরকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মামা আটক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান বিক্রি করাকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরের মামাকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাইড় গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন—আজিদ আলী (২৬)। তিনি ওই গ্রামের মাহির উল্লাহর ছেলে। 

নিহত কিশোরের নাম মোক্তার মিয়া (১৫)। সে সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত মোক্তার মিয়া ছোটবেলা থেকে কাঁঠালখাইড় গ্রামে তার নানাবাড়িতে থাকত। গত শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে তার আপন মামা আজিদ আলী সঙ্গে মনোমালিন্য হয়। এরই জেরে রোববার বেলা ১১টার দিকে তাঁদের বাড়ির পুকুরঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন মোক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক আজিদ আলীকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিস্তারিত পরে জানানো হবে।’

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা