হোম > সারা দেশ > সুনামগঞ্জ

কিশোরকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মামা আটক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান বিক্রি করাকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরের মামাকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাইড় গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন—আজিদ আলী (২৬)। তিনি ওই গ্রামের মাহির উল্লাহর ছেলে। 

নিহত কিশোরের নাম মোক্তার মিয়া (১৫)। সে সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত মোক্তার মিয়া ছোটবেলা থেকে কাঁঠালখাইড় গ্রামে তার নানাবাড়িতে থাকত। গত শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে তার আপন মামা আজিদ আলী সঙ্গে মনোমালিন্য হয়। এরই জেরে রোববার বেলা ১১টার দিকে তাঁদের বাড়ির পুকুরঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন মোক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক আজিদ আলীকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিস্তারিত পরে জানানো হবে।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা