হোম > সারা দেশ > সুনামগঞ্জ

রাণীগঞ্জ সেতুতে ৩২ ঘণ্টায় ৯৭ হাজার টাকা টোল আদায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু উদ্বোধনের পর ৩২ ঘণ্টায় ৯৭ হাজার ৭৯৭ টাকার টোল আদায় হয়েছে। গত সোমবার রাত ১টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ১৮০ গাড়ি থেকে এই টোল আদায় করা হয়। 

টোল কর্তৃপক্ষ জানায়, সেতু উদ্বোধনের পর প্রথম দিনে ৭৫ হাজার ২৩৭ টাকা টোল আদায় করা হয়। এখন পর্যন্ত ৩২ ঘণ্টায় সেতুর দক্ষিণ প্রান্তে ৯৪১টি গাড়ি থেকে ৫৪ হাজার ৬০ টাকা আয় হয়েছে। উত্তর প্রান্তে ৬৭৪টি গাড়ি থেকে টোল আদায় করা হয়েছে ৪৩ হাজার ৭৩৭ টাকা। 

টোল প্লাজায় দায়িত্বরত ম্যানেজার আব্দুল কুদ্দুস তালুকদার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা বলেন, সেতুটি উদ্বোধনের পর থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৫০ শতাংশই মোটরসাইকেল ও ছোট গাড়ি। সেই তুলনায় বড় যানবাহন অনেকটাই কম। ফলে চারটি কাউন্টারের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। যানবাহন চলাচল বাড়লে বন্ধ থাকা অপর দুই কাউন্টারও চালু করা হবে। 

অন্যদিকে, চলাচল শুরু হওয়ার পর থেকেই বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে টোল আদায়ের দুটি ব্যারিকেড ভেঙে ফেলেছে। 

উল্লেখ্য, গত সোমবার কুশিয়ারা সেতুর ওপর নির্মিত সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে রাণীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে সারা দিন বিনা টোলে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর রাত ১টা থেকে টোল আদায় শুরু হয়।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত