হোম > সারা দেশ > সিলেট

কমছে নদীর পানি, সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

সিলেট প্রতিনিধি

রেকর্ড বৃষ্টিতে সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে। ছবি: আজকের পত্রিকা

সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টিপাত কমায় নদীর পানি কমছে। তবে পাহাড়ি ঢলের পানি এখনো নামছে। বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ওসমানীনগর ও জকিগঞ্জ প্লাবিত রয়েছে।

সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের বন্যা পরিস্থিতির তথ্য থেকে জানা যায়, জেলার অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও জকিগঞ্জ, বিয়ানীবাজার ও কানাইঘাট উপজেলায় পানি কমছে। বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। সিলেটের চারটি উপজেলার ১৮ হাজার ৬৬১ জন পানিবন্দী হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ২৮০ জন আশ্রয়কেন্দ্রে রয়েছে। আর দুর্যোগকালীন মজুত ভান্ডার থেকে এখন পর্যন্ত বন্যাকবলিত চারটি উপজেলায় ৩৪ টন চাল এবং ১৩২ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট উপজেলায় ১৭ সেন্টিমিটার কমে ৮২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলায় ২৯ সেন্টিমিটার কমে ১৬৫ সেন্টিমিটার, বিয়ানীবাজার উপজেলায় ৫ সেন্টিমিটার কমে ৪৩ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১১ সেন্টিমিটার বেড়ে ৬৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদীগুলোর মধ্যে সারি, ডাউকি ও সারি গোয়াইনের পানি কমছে।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতে বৃষ্টিপাত এখন আর নেই। আগের পানিগুলো বাংলাদেশের বিভিন্ন নদীর মাধ্যমে নামছে। আর আসামে বন্যা হওয়ায় সেই পানিও নামছে; যার কারণে এখন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় সব পানি নেমে যাবে হাওর অঞ্চলগুলোয়। পরিস্থিতি উন্নতির দিকে।

আবহাওয়া অফিস সিলেট জানায়, সিলেটে গতকাল সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা রয়েছে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল জানান, সিলেটে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পানি নিম্নাঞ্চলের দিকে নেমে যাচ্ছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত মজুত রয়েছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলোয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার