হোম > সারা দেশ > সিলেট

সিলেটে টিলা কাটায় বিএনপির নেতাসহ ৫ জনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও মৌজায় অবৈধভাবে টিলা কেটে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটে অবৈধভাবে টিলা কাটার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বিএনপির নেতাসহ পাঁচজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও মৌজায় এই টিলা কাটা হয়।

সরেজমিন টিলা কাটার স্থান পরিদর্শন শেষে আজ রোববার পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা স্বাক্ষরিত আদেশে ‘পরিবেশগত ক্ষতিসাধনের জন্য শুনানিতে হাজির হওয়ার জন্য’ এই নোটিশ দেওয়া হয়। তাঁদের আগামী ৬ জুলাই সকাল ১০টায় শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন যুক্তরাজ্য পোর্টসমাউত সিটি শাখা বিএনপির সাবেক আহ্বায়ক শাহ এম এ হক, তাঁর ‘ব্যবস্থাপক’ আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানার ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, টিলারগাঁও এলাকার সুহেল আহমদ ও জালালাবাদ থানার বড়গুল এলাকার সিদ্দেক আলী।

সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও মৌজায় অবৈধভাবে টিলা কেটে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নোটিশে বলা হয়, ‘কুমারগাঁও মৌজায় টিলা ভূমি কর্তনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রমের ফলে পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার মারাত্মক ক্ষতিসাধন হয়েছে; যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর (সংশোধিত ২০১০) ধারা ৬(খ) পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। অতএব, উল্লেখিত অপরাধের জন্য বর্ণিত আইনে কেন আপনাদের বিরুদ্ধে পরিবেশ আদালত কিংবা বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ৬ জুলাই সকাল ১০টায় অধিদপ্তরে হাজির হয়ে তার ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করা হলো। ব্যর্থতায় একতরফা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে বিএনপির সাবেক নেতা শাহ এম এ হক হোয়াটসঅ্যাপে বলেন, ‘আমি এগুলো কিছুই জানি না। পরিবেশ অধিদপ্তর থেকে কেউ আমাকে ফোনকলও করেনি। কোনো নোটিশও এখনো পাইনি।’

অপর অভিযুক্ত সুহেল আহমদ বলেন, ‘আমরা তো আজকে ওখানে কাজে ছিলাম না। ৪-৫ দিন আগে একদিন গিয়েছিলাম ৬০০ টাকা দিন চুক্তির কাজে।’

ছিদ্দেক আলী বলেন, ‘টিলার মালিক শাহ এম এ হক আমার পরিচিত মানুষ। যাওয়া-আসার সময় দেখছি, টিলা কাটা হচ্ছে। তবে আমি এসবের সঙ্গে জড়িত না।’

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জমির মালিকসহ টিলা কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছি। এরই মধ্যে কেটে ফেলা টিলা পরিমাপ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর