হোম > সারা দেশ > সিলেট

ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে পুরো সিলেট

সিলেট প্রতিনিধি

বিদ্যুতের ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। আজ শনিবার রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

পরে বিদ্যুৎ সরবরাহ কিছু জায়গায় স্বাভাবিক হলেও অনেক জায়গা অন্ধকারে থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা। তবে ধীরে ধীরে সব জায়গায় স্বাভাবিক বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। 

জানা যায়, শনিবার রাত ৮টায় আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি ট্রান্সফরমারের সিগনাল ট্রিপ করায় সিলেটের সবগুলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। রাস্তাঘাটে মানুষজনকে লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এ সময় তীব্র গরমে ভোগান্তিতে পড়েন মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। পরে ৮টা ৪০ মিনিটের পর থেকে কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করলে মানুষ প্রাণ ফিরে পায়। 

বিভাগীয় বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি পাওয়ার ট্রান্সফরমার রয়েছে। এই ট্রান্সফরমারে পিআরডিতে একটি সিগনাল এসে ট্রান্সফরমারে ট্রিপ করায় সবগুলো লাইন অফ হয়ে পরো সিলেটের সবগুলো লাইন ব্ল্যাকআউট হয়ে যায়। 

এই ট্রান্সফরমারটির মাধ্যমে সিলেটের ৯টি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যার কারণে সিলেটে রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউটের কবলে ছিল। পরে ওই ট্রান্সফরমারটি চালু করার পরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এখন ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ আছে এবং ৪০ শতাংশ এলাকায় লোডশেডিং চলছে। ধীরে ধীরে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ