হোম > সারা দেশ > সিলেট

নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাবিপ্রবিতে মশাল মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি 

নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাবিপ্রবিতে মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, শ্লীলতাহানি, সামাজিক হেনস্তার বিরুদ্ধে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার অবসান ও বিচার নিশ্চিতে বিভিন্ন স্লোগান দেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। এই পরিস্থিতি পরিবর্তনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তাঁরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয় এবং নারীর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়।

নারীদের-নিরাপত্তা-নিশ্চিতের-দাবিতে-–২

তাঁরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়সহ সমাজের সর্বস্তরে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। শুধু আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই মশাল মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত