সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে খেয়ানৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক রফিকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজের পাঁচ দিন পর ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। মৃত রফিক নেত্রকোনা জেলার মদন থানার মইনকা কদম সিরি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি কালাইরাগ গ্রামের মৃত জৈন উদ্দিনের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকতেন।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ধলাই নদীর দয়ারবাজার খেয়াঘাটে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন পাথরশ্রমিক রফিক। এরপর সোম, মঙ্গল ও বুধবার ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করেও রফিকের খোঁজ পায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ পাওয়ার খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেটি উদ্ধার করে নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। রফিকের স্ত্রী মরদেহটি শনাক্ত করেছেন। এরপর পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়।