হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক, পরে মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ আব্দুস সালামের মরদেহ প্রায় ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধলাই নদীতে মরদেহটি ভেসে ওঠে। এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ভোলাগঞ্জের জিরো পয়েন্ট (সাদা পাথর) এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সালাম।

মৃত সালাম রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা।

এদিকে সালাম নিখোঁজ হওয়ার পর গত রবি ও সোমবার উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সালামের সঙ্গে ঘুরতে আসা সাজ্জাদ হোসেন শাহিন বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথরে বেড়াতে আসেন। সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন। 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে গত দুই দিন অনেক খোঁজাখুঁজি হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। আজ ওই পর্যটকের মরদেহ ঘটনাস্থল থেকে ৭০০ ফুট দক্ষিণে ভেসে ওঠে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। পরে পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা