হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক, পরে মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ আব্দুস সালামের মরদেহ প্রায় ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধলাই নদীতে মরদেহটি ভেসে ওঠে। এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ভোলাগঞ্জের জিরো পয়েন্ট (সাদা পাথর) এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সালাম।

মৃত সালাম রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা।

এদিকে সালাম নিখোঁজ হওয়ার পর গত রবি ও সোমবার উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সালামের সঙ্গে ঘুরতে আসা সাজ্জাদ হোসেন শাহিন বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথরে বেড়াতে আসেন। সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন। 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে গত দুই দিন অনেক খোঁজাখুঁজি হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। আজ ওই পর্যটকের মরদেহ ঘটনাস্থল থেকে ৭০০ ফুট দক্ষিণে ভেসে ওঠে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। পরে পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ