হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে মজলিস মিয়া ওরফে হাবিব (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টুকেরবাজারে এ ঘটনা ঘটে। 

আহত হাবিব উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের নাবু মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাবিব টুকেরবাজারে আবুল মার্কেটের পাশে দাঁড়িয়েছিলেন। ওই সময় ইসলামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আহসানুল ও আশরাফুলসহ কয়েক যুবক তাঁকে ডেকে পাশের গলিতে নিয়ে যায়। কিছু সময় পর হাবিবের চিৎকারে লোকজন ছুটে গিয়ে দেখে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

হাবিবের বড় ভাই চাঁন মিয়া মজনু বলেন, ছুরিকাঘাতে আহত হাবিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। অপারেশন হয়েছে। তাকে রক্ত দেওয়া হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পুলিশ প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট