হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রামের অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে ২টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হারুন মিয়া (৬০) রফিনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। 

দুই গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে রফিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দুই গ্রামের মধ্যে থাকা ওই জমির ডোবায় রফিনগর গ্রামের এক বাসিন্দা খড়কুটো ফেলতে যান। এ সময় মির্জাপুর গ্রামের বাসিন্দারা বাধা দেন। ওই স্থানে দুই গ্রামের চার থেকে পাঁচজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪০ জন আহত ও একজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জমি সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুই গ্রামের মধ্যে অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান