হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টায় চৈত্রঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই উপজেলার ছয়কুট গ্রামের রইছ মিয়ার ছেলে মুকিত মিয়া ও বড়চেগ গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে মুহিম খান।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের দুই পক্ষের মাঝে উত্তেজনা চলছিল। দুইটি পক্ষেই আওয়ামী লীগের দুজন প্রভাবশালী নেতা রয়েছেন। আজ সোমবার সকালে বালু উত্তোলনের জেরে চৈত্রঘাট এলাকায় মুকিত মিয়া ও মুহিম খানদের সঙ্গে হারুনুর রশিদ, ওয়াশিদ মিয়া ও আল আমিন মিয়ার পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ওয়াশিদ মিয়া ও আল আমিন মিয়া দা দিয়ে কুপালে প্রতিপক্ষ মুকিত মিয়া ও মুহিম খান গুরুতরভাবে আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। তবে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে আহতদের পরিবার এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট