হোম > সারা দেশ > সিলেট

শিশুদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের হামলা, প্রবাসীর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় রশিদ আহমদ (২৮) নামের এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত নিহত ব্যক্তির বড় ভাই রাজা মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ দিকে রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ (সোমবার) তাঁর গ্রামের উত্তেজিত জনতা হামলাকারী সাজু, রাজুর বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

জানা যায়, পাঁচ দিন আগে খালপাড় গ্রামের বাসিন্দা প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি সালেহ আহমদের বাচ্চাদের সঙ্গে একই বাড়ির মৃত মাহমুদ হোসেনের ছেলে রাজু ও সাজুর সন্তানদের ঝগড়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মুরব্বিরা দুই পক্ষকে নিয়ে আপস-মীমাংসা করে দেন।

কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তাঁর ছেলেরা সালিস-বিচার না মেনে রোববার রাত ১২টার দিকে সালেহ আহমদের বসতঘরে গিয়ে তাঁকে বেঁধে মারধর করেন।

খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই কাতারপ্রবাসী রশিদ আহমদ ও তাঁর বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রশিদ আহমদ ও তাঁর বড় ভাই রাজা মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে রশিদ আহমদ মারা যান।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন,‘ ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনিদের আটক করতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট