হোম > সারা দেশ > সিলেট

সিসিক মেয়র আরিফের বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়, এর আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় মেয়রের বাসার একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। কক্ষের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বাসায় থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বড় মেয়ে সাইকা তাবাসুম চৌধুরী বিদেশে থাকায় তাঁর কক্ষটি ফাঁকা ছিল। রাত সোয়া ৮টার দিকে ওই কক্ষে বিকট শব্দ হয়। এ সময় বাসায় থাকা লোকজন কক্ষটি থেকে ধোয়া বের হতে দেখেন। পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর দুটি ইউনিট। তারা কক্ষটিতে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া বাকি কক্ষগুলোও পরীক্ষা করে দেখা হয়। তবে আর কোথাও কোনো আগুনের অস্তিত্ব মেলেনি। আগুন লাগান কারণ কী তা এখনই বলা সম্ভব না বলে জানান তিনি। সিসিক মেয়র দেশে ফেরার পর তাঁর অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করেই বলা যাবে কী কারণে আগুন লেগেছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই কক্ষটিতে প্রবেশ করে দেখা গেছে, কক্ষে থাকা এসি ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। কক্ষের ভেতর বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে বাসার লোকজন ধারণা করছেন এসির বিস্ফোরণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে আছেন। ১৫ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত