হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে পর্যটক প্রবেশে চালু হলো প্রবেশ ফি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং। এখানে প্রতিদিনই হাজারো পর্যটক ভ্রমণে আসেন। তবে, এখন জাফলংয়ে বেড়াতে আসা এসব পর্যটকদের জন্য চালু হয়েছে প্রবেশ ফি। জাফলংয়ের জিরোপয়েন্টে প্রবেশের তিনটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। জাফলংয়ে ঢোকার শুরুতেই এসব পয়েন্টে প্রতি পর্যটককে ১০ টাকা হারে প্রবেশ ফি দিয়ে স্পটে যেতে হবে। গত বুধবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়। 

জানা যায়, জাফলং পর্যটন এলাকার উন্নয়ন ও পর্যটক সেবা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যটন উন্নয়ন কমিটি এবং উপজেলা পর্যটন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটক জনপ্রতি ১০ টাকা হারে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি পর্যটককে অবশ্যই ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে জিরোপয়েন্ট স্পটে ঢুকতে হবে। যা বুধবার সকাল থেকে চালু করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এটি তদারকি করছে। এই ফি এর মাধ্যমে পর্যটকেরা পাবেন ফ্রি ওয়াই-ফাই সুযোগ-সুবিধা, চেঞ্জিং রুম সুবিধা। জাফলংয়ের জিরোপয়েন্ট, মায়াবীঝর্ণা, জমিদার বাড়ি, চা বাগান ভ্রমণে সুবিধা থাকবে। পর্যটক জাফলংয়ে ভ্রমণে এসে যাতে কোনোভাবেই প্রতারণার শিকার না হয় এর কারণে জেলা ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি সিদ্ধান্ত ও ফি নির্ধারণ করেছে। জাফলংকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে রয়েছে বলে জানা গেছে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, ১০ টাকা ফি দিয়ে প্রাথমিকভাবে পর্যটকদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়া হচ্ছে। এরপর টিকিট দেখালে ফটোগ্রাফার, ট্যুর গাইড ও নৌকার মাঝি সহজেই পাওয়া যাবে। তিনটি পর্বে ভাড়া নিয়ে এক ধরনের নৈরাজ্য ছিল। সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরও কোনো পর্যটক অভিযোগ করলে এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 

তিন মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে দেখার পর পুরো জাফলংকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট