হোম > সারা দেশ > সিলেট

সিসিক নির্বাচন: জাপার মেয়র প্রার্থী বাবুলের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুল মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেল ৩টায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন। 

এদিকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করবেন বলে তাঁর প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

এদিকে মনোনয়নপত্র দাখিল শেষে লাঙ্গল মার্কার প্রার্থী নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, ‘নগরবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্ল্যানের মাধ্যমে নান্দনিক নগরে রূপান্তরিত করব ইনশা আল্লাহ।’ 

তিনি বলেন, ‘নগরবাসী অতীতের মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন। সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ করলেও সঠিক পরিকল্পনার অভাবে কোনো উন্নয়নের সুবিধা পাচ্ছেন না। আমি নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করব।’

জাতীয় পার্টিতে কোনো দ্বিধাবিভক্তি নেই, লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ দাবি করে বাবুল বলেন, ‘কোনো ধরনের ষড়যন্ত্র না হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ।’

মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদসহ পার্টির বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট