হোম > সারা দেশ > সিলেট

সিলেট বিশ্বনাথের সাত ইউনিয়নের ৮০ ভাগ মানুষ পানিবন্দী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ সদর উপজেলায় বন্যার পানিতে সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ফের প্লাবিত হয়েছে লামাকাজী, রামপাশা, খাজাঞ্চি, দৌলতপুর দশঘর ও অলংকারি ইউনিয়নের অধিকাংশই। খাজাঞ্চি-কামালবাজার সড়কসহ খাজাঞ্চি রেলওয়ে স্টেশন, হাটবাজার ও সব কটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে খাজাঞ্চি-সিলেটের রেলযোগাযোগ।

লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেছেন, ‘ইউনিয়নের সব কটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষের বাড়ি-ঘরে পানি। এই ভয়াবহ অবস্থায় মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। পানিবন্দী মানুষের আশ্রয়ের জন্য চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন।’

খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী বলেন, ‘৫০ বছরের মধ্যে এত বড় বন্যা কখনো দেখিনি। রেলস্টেশনে পানি দেখা দূরের কথা, আজ রেল স্টেশনটিও পানিতে তলিয়ে গেছে। আমার এখানে প্রাইমারি স্কুলগুলো নিচু, তার পরও পানিবন্দী মানুষকে উঁচু বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য বলে রেখেছি।’

এই চেয়ারম্যান আরও বলেন, ‘ইউনিয়ন অফিসের দোতলায় গরু-ছাগল রাখার জন্য বিভিন্ন গ্রামের মানুষকে বলে রেখেছি।

এদিকে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, ‘ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বৃষ্টি ছাড়াও পানি বেড়েই চলেছে। মানুষকে নিরাপদ স্থানে, আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলেছি।’

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, ‘আমি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। লামাকাজী ইউনিয়নের অবস্থা ভয়াবহ। পানিবন্দী মানুষকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘খাজাঞ্চি, রামপাশা দৌলতপুর ও অলংকারি, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে বলা হয়েছে।’ 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত