হোম > সারা দেশ > সিলেট

সিলেট বিশ্বনাথের সাত ইউনিয়নের ৮০ ভাগ মানুষ পানিবন্দী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ সদর উপজেলায় বন্যার পানিতে সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ফের প্লাবিত হয়েছে লামাকাজী, রামপাশা, খাজাঞ্চি, দৌলতপুর দশঘর ও অলংকারি ইউনিয়নের অধিকাংশই। খাজাঞ্চি-কামালবাজার সড়কসহ খাজাঞ্চি রেলওয়ে স্টেশন, হাটবাজার ও সব কটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে খাজাঞ্চি-সিলেটের রেলযোগাযোগ।

লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেছেন, ‘ইউনিয়নের সব কটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষের বাড়ি-ঘরে পানি। এই ভয়াবহ অবস্থায় মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। পানিবন্দী মানুষের আশ্রয়ের জন্য চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন।’

খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী বলেন, ‘৫০ বছরের মধ্যে এত বড় বন্যা কখনো দেখিনি। রেলস্টেশনে পানি দেখা দূরের কথা, আজ রেল স্টেশনটিও পানিতে তলিয়ে গেছে। আমার এখানে প্রাইমারি স্কুলগুলো নিচু, তার পরও পানিবন্দী মানুষকে উঁচু বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য বলে রেখেছি।’

এই চেয়ারম্যান আরও বলেন, ‘ইউনিয়ন অফিসের দোতলায় গরু-ছাগল রাখার জন্য বিভিন্ন গ্রামের মানুষকে বলে রেখেছি।

এদিকে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, ‘ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বৃষ্টি ছাড়াও পানি বেড়েই চলেছে। মানুষকে নিরাপদ স্থানে, আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলেছি।’

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, ‘আমি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। লামাকাজী ইউনিয়নের অবস্থা ভয়াবহ। পানিবন্দী মানুষকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘খাজাঞ্চি, রামপাশা দৌলতপুর ও অলংকারি, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে বলা হয়েছে।’ 

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান