পৌষের শেষে মাঘের শুরুতে মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। আজ সকাল ৬টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ কেটে যাওয়ার পর শীতের তীব্রতা আবারও বেড়েছে। সূর্যের ঝলমলে আলো থাকলেও জেলাজুড়ে হিমেল হাওয়া বইছে। সেই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ ৭ ডিগ্রিতে নেমে এসেছে। হিমেল হাওয়া কারণে ভোগান্তিতে রয়েছেন শ্রমজীবী মানুষ। সীমাহীন দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও দিনমজুরেরা। দিনে ও রাতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।