হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ছাতকে বালু চাপায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ১ 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে কার্গোতে বালু বোঝাই করার সময় বালুর চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ শ্রমিক। আজ বৃহস্পতিবার বিকেলে ছাতক শহরের সুরমা নদীর তীরবর্তী চৌকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

বালু চাপায় নিহত শ্রমিক রুবেল মিয়া (২৬) উপজেলার নেয়ারাই ইউনিয়নের কুমারদানী গ্রামের আলী আমজাদের ছেলে এবং অপর নিহত সামছুজ্জামান (১৬) একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত কুমারদানী  গ্রামের জাকির আহমদকে (২১) ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে লেবার সর্দার ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলীর হয়ে চৌকিত্তা এলাকায় ডাম্পিং করা একটি বালুর সাইডে অন্যান্যদের সঙ্গে তারাও শ্রমিকের কাজ করছিল। এখানে একটি জাহাজে বালু লোডিং করার সময় হঠাৎ বালুর স্তূপটি ধসে পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকেরা নিরাপদ দূরত্বে সরে গেলেও বালুর নিচে চাপা পড়ে রুবেল, সামছুজ্জামান ও জাকির। এ পর্যায়ে সহকর্মীরা বালুর নিচ থেকে তাদের উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রুবেল মিয়া ও সামছুজ্জামাকে মৃত ঘোষা করেন।   

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা