হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ছাতকে বালু চাপায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ১ 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে কার্গোতে বালু বোঝাই করার সময় বালুর চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ শ্রমিক। আজ বৃহস্পতিবার বিকেলে ছাতক শহরের সুরমা নদীর তীরবর্তী চৌকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

বালু চাপায় নিহত শ্রমিক রুবেল মিয়া (২৬) উপজেলার নেয়ারাই ইউনিয়নের কুমারদানী গ্রামের আলী আমজাদের ছেলে এবং অপর নিহত সামছুজ্জামান (১৬) একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত কুমারদানী  গ্রামের জাকির আহমদকে (২১) ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে লেবার সর্দার ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলীর হয়ে চৌকিত্তা এলাকায় ডাম্পিং করা একটি বালুর সাইডে অন্যান্যদের সঙ্গে তারাও শ্রমিকের কাজ করছিল। এখানে একটি জাহাজে বালু লোডিং করার সময় হঠাৎ বালুর স্তূপটি ধসে পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকেরা নিরাপদ দূরত্বে সরে গেলেও বালুর নিচে চাপা পড়ে রুবেল, সামছুজ্জামান ও জাকির। এ পর্যায়ে সহকর্মীরা বালুর নিচ থেকে তাদের উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রুবেল মিয়া ও সামছুজ্জামাকে মৃত ঘোষা করেন।   

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট