হোম > সারা দেশ > সিলেট

এমসি কলেজ হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নগরের টিলাগড় এলাকায় কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে স্মৃতি রানি দাস (২০) নামের ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। 

শাহপরাণ (র.) থানার পুলিশ বলছে, স্মৃতি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ছাত্রাবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন। চতুর্থ তলার একটি খালি কক্ষে তাঁর মরদেহ পাওয়া যায়। গত রাতেই এ ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেন, ‘সকালে অন্য ছাত্রীরা স্মৃতির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।’ 

নগরের শাহপরাণ (র.) থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ 

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু