হোম > সারা দেশ > সিলেট

বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ উত্তরা ব্যাংকের সাবেক কর্মচারী সস্ত্রীক আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ আটক হয়েছেন উত্তরা ব্যাংকের সাবেক কর্মচারী ও তাঁর স্ত্রী। তাঁরা হলেন—নরসিংদী জেলার রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা ও উত্তরা ব্যাংকের জৈন্তাপুর শাখার সাবেক কর্মচারী আলি আহমদ (৩২) ও তাঁর স্ত্রী ছালেহা বেগম।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নিজপাট কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিং থেকে তাদের আটক করে জৈন্তাপুর থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি এবং ১ লাখ ৬১ হাজার ৭৭০ বাংলাদেশি টাকা ও ৩০টি চেক বই পাওয়া যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এসব তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা ও চেক বইসহ এই দম্পতিকে আটক করেছে পুলিশ।

ওসি আরও জানান, তাঁরা মুদ্রা বিনিময়ের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট