সুনামগঞ্জের জগন্নাথপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে মারামারির ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই যুবকের নাম মিজানুর রহমান (১৮)। তিনি উপজেলার পাইলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার উপজেলার পাইলগাঁও বিএন উচ্চবিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন চলছিল। এ সময় লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মিজানুর রহমানের সঙ্গে কাতিয়া (নতুন কসবা) গ্রামের আরব আলীর ছেলে রুমান আহমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ও তাঁদের সঙ্গে আসা ব্যক্তিরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় মিজানুর মাথায় আঘাত পান। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।
এ ঘটনায় মিজানুর রহমানের বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।