হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে মামা ও ভাগনে নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মামা-ভাগনে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) ও তাঁর ভাগনে রাজিন আহমেদ (২৬)। রাজিন শান্তিগঞ্জ উপজেলার আক্তারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর থেকে মোটরসাইকেলে দুজন শান্তিগঞ্জের পাগলা বাজারের উদ্দেশে রওনা হন। পথে উপজেলার সিচনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই মারা যান দুজন। পরে স্থানীয় বাসিন্দারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও পলাতক রয়েছেন চালক। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট